নামিনি জলে হাঁটিনি কাঁদায়,
মনে মনে শুধু সে কথা ভাবায়।
বুঝবো কেমনে কৃষকের জ্বালা?
কি করে পরে ফ্সলের মালা?
রৌদ্রে শুকানো বৃষ্টিতে ভেজা,
না খেয়েও তারা থাকে যেসোজা।
দুঃখ-কষ্টে আর আনন্দ সুখে,
ফসল উঠিলে দেখি হাসিমুখে।
আজ দুঃখকে করি তাহার তুল্য,
না পেলে সঠিক ফসলের মূল্য।
শত দুঃখ যাতনা, ভুলে ভাবনা,
করে জমিতে চাষ সেই আপনা।
সেই ফসল ঘরে বসে পাই,
আমরা সবাই আনন্দে খাই।
দুঃখ-কষ্ট শ্রমের বিনিময়ে,
ফসল ফলিয়ে বাজারে আনে ।
আমরা বুঝিনা শ্রমের মূল্য,
শুধুই করি অর্থের তুল্য।
কৃষকের ব্যাথা বোঝে না তো কেউ,
ফসল না হলে সমাজে লাগে এসে ঢেউ।
কৃষকের দায় কে মেটাবে আর,
না সরকার, না জনগণ, দায় শুধু তার।
ব্যাংকের ঋণ না মেটাতে পেরে,
প্রাণটা দেয় দুঃখে গলায় দড়ি পারে।


৬ই অগ্রহায়ণ, ১৪২৬,
ইং তাং ২৩/১১/২০১৯
শনিবার, সকল ৮:৪৬। ৮৪৯, ২৯/১১/২০১৯।