বিশ্বজুড়ে কত না সৃষ্টি,
                   দেখছি বন্ধু আমরা যারা;
তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ,
             পাচ্ছো তাদের কেমন সাড়া?


ভাবছি তাদের চেতন চিত্তে,
            আছে বিবেক বুদ্ধি মানবতা;
অল্প সংখ্যক এই জগতে,
                 বইছে তারা সেই বারতা।


বড় সংখ্যক এই ধরাতে,
                    ব্যক্তি স্বার্থে প্রাণ পাতে;
যাবার বেলায় দুঃখ করে,
                কি করেছি আঁধার রাতে?


দুঃখ আসে  ভুলের বশে,
                    ভুলের মধু আমরা খাই;
মানুষের ওই মানবতা,
                  পিছে ফেলে এগিয়ে যাই।


অস্ত বেলায়  এ কোন খেলা,
          আলোর ঝিলিক দেখতে পাই;
জীবন শেষে আপন মনে,
           অনুভবি কৃতকর্মের দুঃখটাই।


৮ই ফাগুন, ১৪২৫,
ইং ২১/০২/২০১৯,
বৃহস্পতিবার,
সকাল ৮ টা ৪৫ মি:। ৬৭৯ তাং ২১/০২/২০১৯।