নহো তুমি প্রেমিক, নহো ভক্ত দেবতার,
    মানুষে, মানুষে বিভেদ সৃষ্টি করে,
         জগৎকে করেছো অন্ধকার।


সম্পদের লোভ, ক্ষমতার লোভ,
  লোভে লোভে সব একাকার,
    ভেবেছো কি তুমি? তুমিই শক্তিধর?


শক্তির দম্ভ হবে যবে সারা,
  অতীতের স্মৃতি দেবে শুধু নাড়া
    দূরে চলে যাবে সুখে কাছে ছিল যারা।


হেরে যাবে তুমি, মরে যাবে তুমি,
  বিচ্ছিন্ন হোতে হবে, হোতে সবাকার
    অসময়ে নেবেনা কেউ তোমার ভার।


মৃত্যুর দিন বাজিবে সেই বীণ,
  বুঝিবে একটু একটু করে,
        কি করেছ নিত্য, অনিত্যের তরে।


সময় কালে জড়াবে যে জালে,
   বন্ধ হবে তব যুক্তিতর্কের দ্বার,
       হে- ক্ষ্মতাবান, ক্ষনিকের গদাধর।


৫ই বৈশাখ, ১৪২৫,
ইং ১৯/০৪/২০১৮,
বৃহস্পতিবার, ভোর ৭.৪৫মিঃ। ৪৫৫ dtd 27/04/18