ক্ষুদ্র ছড়ায় হাওয়ার টানে,
বৃহৎ ছড়ায় সৃষ্টির বাণে।
পক্ষপাতে দুষ্ট যারা,
সৃষ্টি হারা হয় যে তারা।


সবার ভালো তারাই চায়,
যাদের পক্ষপাতের থাকে না ভয়।
অনেকেই আজ বিবেক হারা,
শুধুই ব্যক্তিস্বার্থে নাচে তারা।


ওরা বড় বড় কথা বলে,
আর পরের অর্থে পকেটে ভরে।
শুনি গালভরা কথা ওদের,
দেশটাই বুঝি সৃষ্টি তাদের।


আপন ছাড়া বোঝেনা কিছু
ছোটে ক্ষমতার লোভে পিছু পিছু।
ভালো-মন্দের বিচার নাই,
প্রাণের মানুষ কোথায় পাই?


গভীর অন্ধকারে ডুবে দেশ,
এমনি ভাবেই কি হবে শেষ।
মুক্তির আলো মিলবেনা কি?
অন্ধকারে জীবনের থাকবে ঝুঁকি।


বুঝতে হবে শিখতে হবে ,
আর জীবন দিয়ে লড়তে হবে,
মুক্তির পথ আসবে হেথা,
মনে প্রাণে চাইবে যেথা।


ভালোর হাতে আলো রবে,
সেই ভাবনা কে শিখিয়ে দেবে?
মন্দ ছেড়ে ভালোর হাতে,
সব ক্ষমতাই দিতে হবে।


দেখবে তবেই ঘুচবে আঁধার,
আর স্বার্থক হবে সকল সাধার।
আলোয় আলোয় ভরিয়ে দিয়ে,
শান্তি আসবে সবার হিয়ে।


১৩ ই কার্তিক, ১৪২৭,
ইং ৩০/১০/২০২০,
শুক্রবার বেলা ১১:২০। ১১৮০, ০৪/১১/২০২০।