খেলিতে খেলিতে তুমি কাটাইও না বেলা,
সময় চলে যাবে পেয়ে তব অবহেলা।


যদি চলে যায়, ফেরেনা তো কভু হায়,
     তাই বলি এই বেলা;
প্রাণের আবেগে এসে, কবি বন্ধুরা মিলে,
    ভাসাক চেতনার ভেলা।


চেতনার কথা সবাই, কবে-ভুলে গেছে,
সমাজ সংসার আমিতেই মজে আছে।
মানুষে মানুষে ভেদাভেদ এনে,
ক্ষমতা লোভীরা হয়ে গেছে বেনে।
দেশ, জাতি, যায়- যাক রসাতলে,
এ লেখা আছে হত-দরিদ্রের ভালে।
আঁখের গোছাতে লেগে গেছে তাঁরা,
জনগনের মাথায় ঝুলায়েছে খাঁড়া।


তাই তো সময় এসেছে বন্ধু,
        জ্বালাতে চেতনার আলো;
চেতনা ছাড়া যাবে না ধরা,
          যতটুকু আছে ভালো।


লেখণীই পারে লিখিতে ভাগ্য,
         চেতনার আলো জ্বেলে;
সেই আলোতেই আলোকিত হউক,
          হৃদয়ের পরশ ঢেলে।


১৮ই বৈশাখ, ১৪২৫,
ইং ২রা মে, ২০১৮,
বুধবার, সকাল ৯.৩০মিঃ। 460 dtd 03/05/18