লজ্জা দশের, লজ্জা দেশের,
              লজ্জায় মরি সবাই;
ছোট্ট থেকে বড় হওয়া,
                বুদ্ধির করি বড়াই।


পরাধীনতার শৃঙ্খল ভেঙে,
           দেশের মুক্তি হলো;
বিবেক বুদ্ধি সব হারালাম,
            দেশ রসাতলে গেল।


আজ নিজ দেশে পরবাসী,
            কোথায় সবাই যাব?
ক্ষমতার লোভ সম্পদের লোভ,
            কেমনে সামাল দেব?


ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে,
           টুকরো হলো মাতৃভূমি;
চোখের জলে ভাসি আজ,
                 আমি আর তুমি।


ব্যক্তি স্বার্থে দেশ চালাবে,
           দেশের রাজনৈতিক দল;
দেশপ্রেমের ধুয়া তুলে,
                করছে তারা ছল।


দেশ-জাতিকে বিক্রি করে,
               ওরা জমায় টাকাকড়ি;
এই জন্মভূমি ছেড়ে তারা,
                 বিদেশে দেয় পাড়ি।


এইতো দেশের শাসক বন্ধু,
               দেশ শাসনের নামে;
শৃংখল ভাঙ্গা দেশের মানুষ,
               শৃংখল পরে মনে।


লজ্জা কোথায় লুকাই বল,
           ওই বিদেশিদের কাছে;
স্বরাজ বলে দম্ভ করি,
             মরি মোরা লাজে।


১৮ ই ভাদ্র,১৪২৬,
ইং ০৫/০৯/২০১৯,
বৃহস্পতিবার, রাত ১১টা। ৭৭০, ০৫/০৯/২০১৯।