মা ঋতুমতী হয়েছিল বলেই,
                      জন্ম লভেছি মোরা;
তারেই মোরা করি অপমান,
           ছুটিছে মৌলবাদের ঘোড়া।


রক্তস্নাত হয়ে ধরায় এসেছি,
                      মায়ের হাতটি ধরে;
সেই মাকেই ঘৃণা করি,
                       ধর্ম-বর্ণের জোরে।


মন্দিরে মায়ের প্রবেশ নিষেধ,
                ঘোষিছে মায়ের ছেলে;
ভাবতেই মায়ের অবাক লাগে,
                       জন্ম দিয়েছে বলে।


মাটির তৈরি দেবতার মন্দির,
                    বড় হল সবার কাছে;
মায়ের শরীর মন্দির নয়,
                    ভাবিতে মরি লাজে।


মাকে মন্দিরে প্রবেশে বাধা,
                     ওরা বুঝি ভুঁইফোড়;
দেবী মায়ের সন্তান হয়ে,
               পারে কি করিতে জোর?


এই ভুঁইফোড় অসুরদেরর ভয়ে,
              অপমান করবো মায়েরে?
ওঠো জাগো মায়ের ছেলে,
                   মাকে বসাবো মন্দিরে।


৯ ই ভাদ্র, ১৪২৬,
ইং ২৭/০৮/২০১৯,
মঙ্গলবার, বিকেল ৪টা। ৭৬৭, তাং২৮/০৮/২০১৯।