কাজী নজরুল ইসলামের পুত্র বধু উমা মুখোপাধ্যায় তথা উমা কাজী,
কাজী সব্যসাচীর স্ত্রী, আর মিষ্টি, খিলখিল ও বাবুল কাজীর মা,
মা উমা। মারা যান ১৫/০১/২০২০ ঢাকায়, ৮০ বছর বয়সে। অসুস্থ কাজী নজরুল ইসলামের দায়িত্ব নিতে এসে জড়িয়ে যান কবি পরিবারের সাথে।


মা উমা


কবি নজরুল ছিল এক ভোরের ফুল,
মা - উমার কোলে;
যত সব আবদার মায়ের কাছে ছিল তার,
তুমি কবি মায়ের ছেলে।


এমন মা ছেলের গল্প শোনা যায় খুবই অল্প,
এই দুনিয়া জুড়ে,
শিশু বৃদ্ধ ছেলেমেয়ে, আপন কোলেতে পেয়ে,
মা নিজেরে ধরেছিল মেলে।


কবি পুত্রবধূ, অসাধারণ ছিলেন না শুধু,
অনন্য তাঁর সেবাব্রতে মাতৃজাতির
জীবন স্রোতে,
দেখালেন আসল মাতৃরূপ;
জীবনের সেবাব্রত তাহাতে থাকিয়া রত,
মানুষকে শিখিয়ে গেলেন মনুষ্যত্ব আর মানবতা,
জ্বালায়ে মাতৃরূপি সুগন্ধি ধূপ।


ধর্ম বর্ণ বড় নয় মনুষ্যত্ব আর মানবতায়,
সত্যি কারের মানুষ যারা ভাবে শুধু তাই,
জীবনটা ছোট অতি, ধর্ম-বর্ণ মূর্খ মতি,
মানবধর্মটাই ছিল তার বড়;
জন্মের সাথে থাকেনা ধর্ম, থাকে শুধু নিজ কর্ম,
সত্যিকারের মানুষ সে কথাটাই মনে করে দেয়,
মা উমার জীবন তাহাই শেখায়।


১৫ই আষাঢ়,১৪২৭,
ইং  ৩০/০৬/২০২০,
মঙ্গলবার সকাল ৭টা।  ১০৫৩, ৩০/০৬/২০২০