মনের দুয়ারে আঘাত হেনে
         স্মৃতিরপাতা খুলে দিলে তুমি;
মা যে আমার জন্মদাত্রী,
         ঐ মা যে আমার জন্মভূমি।


যার স্মৃতিটা নিয়ে আজও,
          আমি হেথায় আছি বেঁচে;
নাড়া দিলে স্মৃতির পাতায়,
        আনন্দে পরাণটা ওঠে নেচে।


কোথায় গেছে? কত দূরে?
           সেই মা আমারে ছেড়ে;
মাতৃহারা অনাথ শিশু,
          আমি বেড়াই পথে ঘুরে।


আসবে সে কি আমার কাছে?
        আমায় ডাকবে খোকা বলে;
শৈশবের সেই আদর দিয়ে,
           মা নেবে তুলে কোলে।


২৪শে আশ্বিন, ১৪২৫,
ইং ১১/১০/২০১৮,
বৃহস্পতিবার, রাত ১১টা। ৬০৯ তাং ১৪/১০/২০১৮।