মা পাগল কোমরে শিকল,
সন্তান তবু হাত ছাড়ে না;
নোংরা কাপড় ঝাঁকড়া চুল,
এমন দেব শিশু আর পাবে না।


ঈশ্বর, আল্লাহ, কোন ভগবান,
এমন শিশুর হাসি কেড়ে নেন;
মাকে তার পাগল করে,
এমনি ভাবে কষ্ট দেন।


অমানুষ আমরা কাকে বলি?
ঈশ্বর আল্লাহ হারায় গলি;
বুঝি নেশার ঘোরে তারা চলে,
ক্ষোভের সাথে তাইতো বলি।


মানুষ কাঁদে মানুষের তরে,
ওরা হাসে বসে আপন ঘরে;
বুকের জ্বালা বুকেই থাকে,
তাই নিয়েই মানুষ মরে।


ওই অমানুষকেই বিশ্বাস করি,
আমরা সবাই মৃত্যু ভয়ে;
চোখের জলে ভাসিয়ে দেই,
মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে।


হায়রে মানুষ বুঝবি কবে,
মানুষের ভগবান মানুষই হবে;
সেই চেতনা এলে পরে,
মানুষ ঈশ্বর খুঁজে পাবে।


তুমি কারে বল ভগবান,
মনুষ্যত্ব মানবতা নয় তার মান;
এই মানুষ এই মানুষের জন্যই
তার সর্বস্ব করছে দান।


৭ ই বৈশাখ,১৪২৮,
ইং ২১/০৪/২০২১,
বুধবার রাত ১২:২০।  ১২৯৫, ২২/০৪/২০২১।