ভয় পেয়ে ঈশ্বরে বিশ্বাস,
     এই জগতে দেখি;
করোনা ও দেবতা হবে,
   সেটাই আছে বাকি।


শিক্ষাদিক্ষা ডকে উঠে গেল,
     অনেকেই তা চায়;
থাকলে মানুষ ওই অন্ধকারে,
     থাকেনা কাহারও দায়।


স্বার্থের দায় সহসা কি যায়?
      যতই ভাবি না কেন;
আহানা-বাহানা তাই নিয়ে থাকা,
      আত্মার বাঁধন যেন।


কর্মক্ষমতা থাকুক না থাকুক,
     তাতে কি যায় আসে;
লোভে লোভাতুর তিতাও মধুর
    চোখে নানান স্বপ্ন ভাসে।


পুরাতন ছাড়ি নতুনকে ধরি,
   ব্যক্তি মানসে নিতে ঠাই;
হয়ে নতুন বিশ্বাসে বিশ্বাসী,
    নিজ স্বার্থ বাঁচাতে চাই।


হিংস্র পশু নিজেদের স্বার্থে,
      কঠিন আঘাত হানে;
পরাভয় তারে অহরহ মারে,
       ব্যক্তি স্বার্থেই টানে।


১১ই কার্তিক, ১৪২৭,
ইং ২৮/১০/২০২০,
বুধবার রাত ১২:২২। ১১৭৪, ৩০/১০/২০২০।