মাঝে মাঝে মনে হয় জীবন ফুরায়ে যায়,
           বুঝি কারো অঙ্গুলিহেলনে;
যতদিন আছে প্রাণ করে যাবো আনন্দ দান,
           অবহেলে মোরা মনেপ্রাণে।


প্রকৃতি যেমন করে মনের আনন্দ ভরে,
            সুখদুঃখ কিছু নাহি চায়;
প্রকৃতির কাছে শিখে কবিতায় তাহা লিখে,
            প্রচার করিব সুন্দর ধরায়।


থাকিবনা ঘুমায়ে আর আপন করিবো পর,
                 ওই সত্যের দিশা দিয়ে;
সুখ-দুঃখ সব শয়ে, মরিবো না আর ভয়,,
            থাকিব আনন্দে মানবতা নিয়ে।


৫ ই আশ্বিন, ১৪২৬,
ইং ২৩/০৯/২০১৯,
সোমবার, রাত ১২টা। ৭৮৯, ২৫/০৯/২০১৯।