মানব প্রেম সত্যিই বন্ধু
ধর্ম জাতের ভয়;
ওই মনুষ্যত্বে থাকে তাহা
ধর্মীয় মৌলবাদে নয়।


সুন্দর সেই চির সনাতন
এই প্রকৃতিতে দেখি;
প্রেম ভালোবাসা যাহা কিছু
হেথায় আমরা শিখি।


ব্যক্তি নয় গোষ্ঠী নয়
নয় ধর্মীয় মৌলবাদ;
প্রেম দিয়ে শেখায় মানুষ
প্রেমহীনের সব ভয়।


স্বচ্ছ সুন্দর কবির চেতনা
এটাই যেন থাকে;
যেন দুষ্কৃতীদের মাঝে পড়ে
নাহারায় তা বাঁকে?


মুখে এক বুকে এক
কেন পৃথক হবে?
সত্য মিথ্যার বিচার হেথা
কেমনে সবাই পাবে?


মানব ধর্ম হোক সাথী
সেই প্রেম ভালবাসায়;
আগুনের ধর্ম আগুন রাখবে
বাঁচিয়ে আমায় তোমায়।


২রা অগ্রহায়ণ,১৪২৯,
ইং ১৯।১১।২০২২,
শনিবার সকাল ৭:২৮। ১৮৩৩, ২১/১১/২০২২।


প্রিয় কবি বন্ধু কবীর হুমায়ুনের "ভালোবাসার ডিনামাইট" এ
অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি লিখলাম এবং কবি বন্ধুকে উৎসর্গ করলাম।