মানবতা আর মনুষ্যজনম
        -চিত্ত রঞ্জন সরকার,  


মানব জনম পেয়েছে যারা-
        মানবতা তাদের ধর্ম;
দয়া, মায়া, প্রেম প্রকাশিতে,
        করিবে তাঁদের কর্ম।


মানুষ আকারে অমানুষেরা,
        বোঝেনা মনুষ্যত্বের মর্ম;
পশুরূপে তারা ধরার বেদিতে,
         পরে আছে মানব বর্ম।


ধর্মের নামে অধর্ম করে,
        ওরা ব্যক্তি সার্থের দাস;
দেশমাতাকে পিছিয়ে দিয়ে,
         পরিয়েছে ঋনের ফাঁস।


শাসক প্রশাসক কিছু সাধারন,
         জনগণের দোহাই দিয়ে;
নিজের স্বার্থে, গোষ্টি স্বার্থে,
         খেলিছে জাতিকে নিয়ে।


দেখ-চেয়ে দেখ, প্রভাত বেলায়,
          আঁধার নামিছে ধীরে;
মানবতা বোধ আর মনুষ্যজনম,
        আজ মূল্যহীন এক হীরে।  
      
১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৪,
ইং ৩১/০৫/২০১৭,
বুধবার রাত ১১.৩০।