আজ তুমি গায়ের জোরে
যে কথাটা বললে;
আমাদের পূর্বপুরুষ যারা ছিল
তাদের কথা ভুললে?


তারাও হয়তো এমনি বয়সে
এমন ভাবেই বলতো;
তারা ছিলো মোদের অতীত,
আবেগেতেই চলতো।


অনেকটা পথ পার হয়ে
আমরা হেথায় এলাম;
তাদের চাইতে কিছু বেশি
শিক্ষা, দীক্ষা পেলাম।


আঁধার ক্রমে আলোয় ভাসে,
যেমন রাত্রির পরে দিন;
তাই সময়ের ওই প্রেক্ষাপটে
কাটুক অজ্ঞানতার ঋণ।


বন্যজীবন ক্রমে ক্রমে,
সভ্য জীবন হল;
শিক্ষাদিক্ষায় নতুন জীবন,
চেতনার আলো দিল।


তীর, ধনুক- বাজি, বন্দুক,
যদি হতে পারে;
তবে কেন পুরনো সংস্কার,
থাকবে মোদের মনে?


খারাপ টুকু ছেড়ে দিয়ে,
ভালো টুকু রাখো;
এমনি করেই জ্ঞানের পথে,
একটু একটু শেখো।


জ্ঞানের আলো নিভিয়ে দিয়ে,
কেন ফিরব পশ্চাতে?
আলোর মশাল হাতে নিয়ে
এগিয়ে চলো নিশ্চিতে।


ব্যক্তি স্বার্থ, সমষ্টি স্বার্থে,
ক্রমেই হোক পরিবর্ত;
অতীত থেকে বর্তমানে আসা,
মানব সভ্যতার শর্ত।


কঠিন হবে ক্রমেই জীবন,
শত বাধার কারণ;
সাম্যবাদের ভাবনাই হবে,
নতুন পথের ধরন।


হিংসা দেশে পিছিয়ে যাবে
ধ্বংস হবে সভ্যতা;
আলো ক্রমে আঁধার হবে
কেমনে বাঁচবে নব্যতা?


২৪ শে ফাগুন,১৪২৭,
ইং ০৯/০৩/২০২১,
মঙ্গলবার রাত ১১:২০। ১২৫৩, ১১/০৩/২০২১