কি কথা শোনালে তুমি?
     সর্বত্র ছড়ায়ে ব্যক্তিস্বার্থ ভাই!  
জগৎ মাঝে সবাই ভাবে,    
       ঐ ভাবনা আমি ভাবি নাই।


ক্ষুদ্র আমি, রুদ্র আমি,
               আমি বহ্নিশিখা;
মুছে দেব আমি সব,
            ব্যক্তি স্বার্থের লেখা।


ব্যক্তি মানুষ জন্ম নেয়,
              শূন্য হাতে আসে;
ক্রমে ক্রমে তারা সবে,
            ব্যক্তি বোধে ভাসে।


কার কতটুকু অধিকার,
              বুঝি নাই মোরা;
ভাবি নাই আমরা তাহা,
          ছোটাই কর্তৃত্বের ঘোড়া।


দুর্বলকে বঞ্চিত করে,
          আমরা বড় হোতে চাই;
রাজা প্রজা দিনের শেষে,
          তাঁরা কোথা পাবে ঠাই?


মানব জীবন পেয়ে ধন্য,
             আর পাবোনা তাই;
মানবতার মূল্য যে কি?
             আমরা ভাবি নাই।


জন্মের পরে অধিকার,
        এই ধরায় সবা্রই সমান;
তাই আমাদের ভাবতে হবে,
      রাখতে হবে মানবতার মান।


৪ঠা কার্তিক, ১৪২৪,
ইং ২২/১০/২০১৭,
রবিবার, সকাল ১০টা।