সময় এসেছে জাগ্রত হতে,
যাবে না বসে থাকা;
সহজ সরল নয় তো বন্ধু,
রাজনীতির পথ বাঁকা।


কঠিন হবে মানুষের লড়াই,
মানবতা কঠিন সংকটে;
ঐ মহাপ্রলয়ের ঢেউ লেগেছে,
মানব হৃদয় তটে।


কলমের জোরে হবে না কিছুই,
রক্তক্ষয়ী এই সংগ্রামে;
অংশ নিতে হবেই মোদের,
যেন না যাই ভুলে ভ্রমে।


অস্তিত্বের লড়াই এটাই বড়াই,
মরো কিংবা বাঁচো;
অন্যায়ের সাথে ন্যায়ের যুদ্ধ,
আছে সর্বত্র আজও।


লেখনি জাগাক চেতনা সবার,
আবহ মুক্ত ভয়;
মনুষ্যত্ব রবে চিরদিন বেঁচে,
মানবতা হবে না ক্ষয়।


১৮ ই ফাগুন, ১৪২৭,
ইং ০৩/০৩/২০২১,
বুধবার বেলা ১১:৫০। ১২৪৮, ০৬/০৩/২০২১।