স্থিতি, সুস্থিতি শুধু মনে হয়, কেবলই বাক্যব্যয়,
আমরা অজানা মৃত্যুর কাছে বড় অসহায়।
আছি যারা পৃথিবীতে আজও বেঁচে,
সবারে আপন মনে হয়  হৃদয়ের কাছে।
সময় ছুটিছে তালে তালে সবারে নিয়ে,
জানিনা কোথায় শেষ? বিরাম চিহ্ন দিয়ে।
মেনে নেই, দুঃখ পাই, ঐ সেই অজ্ঞতার কারণ,
যুগ যুগ ধরে ভাবনা ভাবতে বুঝি মানুষের বারণ।
অশ্রু ঝরে মোহ ঘোরে পারিনা আটকাতে,
ব্যথিত হৃদয়ে স্মৃতিগুলো জেগে ওঠে রাতে।
বাক্যহীন ভাষাহীন থাকি মোরা একাকিত্বে বসে,
মেনে নেই সবকিছু কালের দোলায় অবশেষে।
ভাবি আমরা এই পরিণতি হবে যে সবার,
জগতে জীব জন্মায় আর মরে একবার।


১৪ ই চৈত্র, ১৪২৬,
ইং  ২৮/০৩/২০২০,
শনিবার সকাল ৭:৩০। ৯৬০, ২৯/০৩/২০২০।