অদৃশ্য থেকে দৃশ্যত সে,
            জগত কাঁপিয়ে দিল;
হাজার হাজার মৃত্যুর কারণ,
             এই করোনাই নিল।


পরমাণু শক্তিধর মানুষ,
          শুধু  মানুষকেই মারে;
পারে না যেতে তারা,
            ওই করোনার ধারে।


ক্ষুদ্র শক্তি এই মানুষের,
               সীমানা ক্ষুদ্র তার;
নিজের ক্ষতি নিজেই করে,
         কে নেবে রক্ষার ভার?


লোভ, হিংসা দ্বেষ, করে দিল শেষ,
         প্রজন্ম থেকে প্রজন্মান্তর;
চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষ বুঝবে কবে,
        জীবনের সেই কঠিন মন্তর।


১৯ শে চৈত্র,১৪২৬,
ইং ০২/০৪/২০২০,
বৃহস্পতিবার, সকাল ৯:৩০। ৯৯১, ২৯/০৪/২০২০।