মুক্তি চাই যুক্তি বলে,
হায়! সেই শক্তি কোথা?
চেতনাহীন মানুষ মোরা
জন্মটাই হলো বুঝি বৃথা।


মানবতা আর মনুষ্য বোধ,
যদি মানুষ শূন্য হয়;
মানুষ নামের কি প্রয়োজন?
এই জগতের ভাবনায়।


জগৎজুড়ে উঠুক রব,
মানুষ হতে হবে;
মানবতার সুদিন আসুক,
দেখবো মোরা কবে?


২০ শেষ পৌষ, ১৪২৬,
ইং  ০৬/০১/২০২০,
সোমবার, বেলা ১টা। ৮৭৯, ০৮/০১/২০২০।