প্রকৃতি, জীব, জড়,
          মিলেমিশে একাকার;
জীব শ্রেষ্ঠ মানুষ,
          কে নেবে তাঁর ভার?


প্রকৃতির সৃষ্টি ধারা,
রেখেছে বজায় কারা
          সে যে ঐ শ্রেষ্ঠ সৃষ্টি;
নব নব সৃষ্টির তরে,
মানুষই ভাবনা করে,
        মানুষেরই আছে সেই দৃষ্টি।


কেন তবে পড়ে রবে,
সেই অধরা এই ভবে,
       শ্রেষ্ঠ জীব মানুষের কাছে;
মানুষ পারে না বলে,
রাখে না খেলার ছলে,
     শেষ দেখার শক্তি তাঁর আছে।


জয়ী হউক শ্রেষ্ঠ জীব,
           তাঁর নিজ কর্ম ফলে;
সব অসুন্দর সুন্দর হবে,
         মানুষের সাধনশক্তি বলে।


৬ই বৈশাখ, ১৪২৫,
ইং ২০/০৪/২০১৮,
শুক্রবার, বিকাল ৩টা । ৪৪৮ তাং ২১/০৪/২০১৮