মানুষ যদি মানুষ হয়,
ভয়ের তত্ত্ব কেমনে রয়?
মৌলবাদী স্বার্থের জন্য,
হয়ে ওঠে হিংস্র, বন্য।


একটা দলের আইটি সেল,
এমনি করেই প্রচার করে;
আশায় থাকে নিজের মনে,
যদি ভোলাতে পারে একজনারে


ওই মৌলবাদের তাহাই লাভ
মানুষে মানুষে বিভেদ করে;
এই মনুষ্যত্ব আর মানবতা,
শুধুই বেঁচে রবে মৃত্যুর পরে।


চারিপাশের মানুষ নির্ভর
আমাদের এই হাসি কান্না;
প্রেমের সুতায় বাঁধতে পারলে,
ছাড়ার কথা আর আসবে না।


নিজের কথা ভাবতে ভাবতে,
হারিয়ে ফেলি এই জগৎটাকে
পরের দুঃখ পরের ব্যথা,
নয় জীবন পথে রসিকতা।


ভালোবাসায় কি যে মধু,
বুঝতে পারবে তখন তুমি;
যখন স্বধর্মীরা ঘৃণা করবে,
বলবে ভিন্ন জাতের তুমি আমি।


তাই বলি-
মানুষ যদি মানুষ হয় ,
দুঃখ কষ্টে থাকেনা ভয়;
মৌলবাদের ওই তাড়ণা,
করতেই হবে মোদের জয়।


১৩ ই চৈত্র,১৫২৭,
ইং ২/০৩/২০২১,
শনিবার সকাল ১০টা।  ১২৬৯ ,  ২৭/০৩/২০২১।