দস্যু দানব রূপে মানব,
ধ্বংস করছে ধরার শান্তি;
ধর্মের নামে মেতেছে রামে,
কে কাটাবে তাদের ভ্রান্তি?


ব্যক্তি মানসে দুঃখ আসে,
একক প্রচেষ্টায় যায়না বাঁচা;
নানান পেশা, নানান আশা,
নানান সৃষ্টিতে তাইতো নাচা।


সনাতন বিশ্বাস দিয়েছে আশ্বাস,
বৈচিত্র্য এই সৃষ্টির মাঝে;
ধর্মে-কর্মে আর সৃষ্টির বর্মে,
আত্মস্থ প্রকৃতি নিজের কাজে।


কবে আসবে সেই চেতনা?
কাটবে ব্যথা কাটবে যাতনা;
মানুষ মোরা মানুষ হবো,
জগতে ছড়াবে প্রেমের দ্যোতনা।


৩০ শে জৈষ্ঠ্য,১৪২৮,
ইং ১৪/০৬/২০২১,
সোমবার সকাল ৭:১৮।