দায় পড়েছে অভাজনে,
তাই এনেছে বিভাজনে,
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আর মুসলমানে;
ভাষা হারায়ে যায়,
কে নেবে তার দায়?
দায়ী ক্ষমতালোভী কিছু মানুষজনে।


অমানুষকে করলে নেতা,
ধর্মপুস্তক হয় গল্পের গীতা,
তাই নিয়ে সমাজে শাসন-শোষণ;
মানুষ হবার কিবা পথ?
অর্থ ছাড়া নাই যে রথ,
ফলে করে ধনীদের এত তোষণ।


মানুষ মানেই মানবতা,
কে দেবে তার বারতা?
শুধুই জাতি ধর্মে হানাহানি চলে;
ব্যক্তিস্বার্থ ব্যক্তি লোভ,
দেশে দেশে এত ক্ষোভ,
তাই চেতন চিত্ত আজ অস্তাচলে।


ধ্বংস বুঝি আসন্ন,
মানুষ হবে বিপন্ন,
ওরে অচেতন এবার ওঠো জেগে;
এখন নিজে বাঁচো,
আর পরকে বাঁচাও,
মানবতা আর সত্যের পথ মেগে।


৬ ই আষাঢ়, ১৪২৬,
ইং ২২/০৬/২০১৯,
শনিবার সকাল ৭টা। ৭১৯ তাং ২২/০৬/২০১৯।