সত্য তুমি, মিথ্যে তুমি,
ভাবে সবাই প্রলাপ;
দিলে পরেই নিতে চায়
ভাবে বুঝি গোলাপ।


এই জগতে এমন ধারা
অহর্নিশ চলে;
সত্য ছেড়ে মিথ্যা নিয়ে
কত কথা বলে।


আমরা শুধু দেখি তাই
বলতে পারিনা;
মনের কথা প্রাণের ব্যথা
সইতে পারিনা।


আলোর মধ্যে আঁধারে ঢাকা
মনের কিনারায়;
স্বচ্ছ ও হেথা অস্বচ্ছ হয়
জটিল ভাবনায়।


নানান মুনির নানান মত
নানান নামে দেখি;
একই বস্তু নানান চোখে
চিনতে আমরা শিখি।


জলকে বলি পানি আমরা
পানের যোগ্য বলে;
ধর্মে ধর্মে বিভেদ আসে
এই মতবাদের ছলে।


মতবাদ যে ধর্ম নয়
বুঝব আমরা কবে?
চেতন চিত্ত উঠলে জেগে
মানুষ, মানুষ হবে তবে।


৬ ই জ্যেষ্ঠ, ১৪২৯,
ইং ২১/০৫/২০২২,
শনিবার সকাল ১০:১৬। ১৬৮৭, ২২/০৫/২০২২।