আজ আছি কাল থাকবো না,
এই কথাটাই ভাবতে পারিনা।
চোখের সামনে দেখি তাহাই,
সেই সত্যটাই একটু ভাবাই।


এইতো জীবন কোথায় ভরসা?
ভাবতে গেলে দেখি ফুল সরষা।
এরপরেও বিভেদ আনছি টেনে,
জগতের বস্তু, বাস্তব, সব মেনে।


মৃত্যুর পরে থাকে কি বিভেদ?
জীবনটাই যে প্রকৃতই অভেদ।
কি প্রয়োজন এত হানাহানির?
কোথায় মূল্য এত জানাজানির?


নিজেদেরকে সমাজে জ্ঞানী বলি,
আর নিজের স্বার্থেই পথ চলি।
ওই অভিন্ন মনটা কোথায় পাবো?
আমরা খুঁজতে তাঁরে কোথায় যাব?


চেতনা, বিবেক, সব দিয়ে জলাঞ্জলি,
বিভেদের পতাকা নিয়ে আমরা চলি।
প্রাণের শান্তি তাই পাবো না,
কেমনে ভাববো পরের ভাবনা?


ওই বুকের কথা মুখে আসে না,
তাই সমাজ, দেশের, এত যাতনা।
নিজের কর্মফলে নিজেই মরবো,
আর অন্য কেও জ্বালিয়ে মারবো।


পরের উপর না দিয়ে দোষ,
নিজের উপর দেখাও রোষ।
তাহাই হবে মানুষ নামের সার্থকতা,
তাকিয়ে দেখো নিজ কর্মের ব্যর্থতা।


৮ই কার্তিক, ১৪২৭,
ইং ২৫/১০/২০২০,
রবিবার বিকেল ৪:৪৯। ১১৭১, ২৬/১০/২০২০।