মানুষ সারা জীবন খোঁজে যারে,
যদিও কভু পায়নি তারে,
তবুও খুঁজিয়া বেড়ায়;
বাস্তবে তাঁরে পাওয়া যে কঠিন,
ভাবতে ভাবতে কেটে যায় দিন,
তাই যে সে স্বপ্নময়।


হাজার হাজার কোটি কোটি বছর গেছে কেটে,
সেই স্বপ্ন আজও সেই স্বপ্নই বটে ,
জানিনা কবে বাস্তবে রূপ পাবে?
আমরা সবাই হন্যে হয়ে ঘুরছি সেই ভাবনা বয়ে,
দেশ থেকে দেশান্তরে, বন থেকে বনান্তরে,
সেই স্বপ্ন কবে বাস্তবে রূপ পাবে?


জন্ম থেকে মৃত্যু আসবে ভাবনাগুলো ফিকে হবে,
নতুন ভাবনা বারবার আবার উদয় হবে,
ওই সংগীতের সুর বেজেই শুধু যাবে।
ঘন্টার যে বাজাই ধর্ম, জীবনের তাই ভাবনা ধর্ম
সেই মর্মবাণী শোনায় ধনী শুনতে হবে,
যতদিন এই দেহে জীবন রবে।


কতদিন আর ভাবনা ভাববে শৈশব থেকে বৃদ্ধ হবে,
প্রভাত বেলা দুপুর হয়ে কালের স্রোতে অস্ত যাবে।
অজানাকে খুঁজতে খুঁজতে কালো চুল যে সাদা হবে,
তবুও সে স্বপ্ন হয়ে ঘুমের মাঝে দেখা দেবে।


২০ শে আশ্বিন, ১৪২৬,
ইং ০৮/১০/২০১৯,
মঙ্গলবার, সকাল ৮ঃ২০। ৮০৫, ১৩/১০/২0১৯।