ধৈর্য যাদের প্রাণের সম্পদ,
তারাই পারে লড়তে;
নোবেল সে তো ক্ষুদ্র জিনিস,
ওই মানবতার স্বার্থে।


মানব প্রীতি মনুষ্য স্মৃতি,
  মানুষ বয়ে চলে;
যারা মানুষের জন্য জীবন দেয়,
মানুষ তাকেই বলে।


এই জগতে কত কিছু,
      চলছে অবিরত,
মানব ভাবনা, মনুষ্য বোধ,
       মানুষেরই ব্রত।


২৯ শে আশ্বিন, ১৪২৬,
ইং ১৭/১০/২০১৯,
বৃহস্পতিবার, বেলা ৩:৩০। ৮১২, ২০/১০/২০১৯।