মানুষ যখন কাঁদে
তোমরা তখন বলো
তাক ডুমা ডুম ডুম,
দেখি আনন্দের সেই ধুম;
শাক দিয়ে মাছ ঢাকতে
নাই যে কারো ঘুম।


নাচছে দেখো মন্ত্রী, আমলা,
হাতে তাদের সবার গামলা
টাকার পিছে ছুটছে নেচে
অর্থের স্বার্থে থাকতে বেঁচে;
বিবেক কি সব মরে গেছে?
দুর্দিনের দিন আসছে পিছে।


আমি ভালো তুমি নও
এই কথাটাই বলতে চাও?
যত কথাই বলো মুখে
সত্য কথা বলবে দুখে।
আসে তারা পর্যায়ক্রমে
জীবন পথে সবাই ভ্রমে।


চলার পথটা বড়ই কঠিন
কষ্টের পরেই আসে সুদিন।
আলোর পথে যে জন যায়
সুখ যে তাহার পিছে ধায়।
দুঃখ ছুটে আঁধার পথে
তপ্ত হওয়া চলে সাথে।


কোন সুখে থাকতে চাও?
এবার তাহা বুঝে নাও।
সুখের পথটা বড় কঠিন
হয় যে পথে অনেক ঋণ
ঋণের বোঝা নামাতে পারলে
পাবে ফিরে সুখের দিন।


১৬ ই ভাদ্র, ১৪২৯,
ইং ০২০৯২০২২,
শুক্রবার বেলা ৯:৩৫। ১৮১৬, ০৪/১১/২০২২।