পুরানো গল্পগাথা সত্য কথা নয়,
বাস্তব ভাবনায় গল্প তাহা সত্য হয়।
গল্পকে সত্য বলে পূজা করি মোরা,
যেন-
বাস্তবের ঘোড়ায় পাখা মেলে আকাশে ওড়া।
মিথ্যাকে সত্য বলে, ধর্ম জাতির ভাগাভাগি,
সাম্যবাদ আসবে বন্ধু মিথ্যাকে ত্যাগী।
মানুষের দুঃখ কষ্ট ব্যক্তি রাজনীতির ফল,
ধ্বংস করতেই হবে ওই দুর্বৃত্তের কল।


নবীন প্রজন্মকে ধ্বংস করতে উদ্যত ওরা,
বাঁচাতেই হবে বস্তুনিষ্ঠ নবীন বাস্তবের ঘোড়া।
জন্ম থেকে জন্মান্তরের ক্রম বিবর্তন,
সাথী মোদের হতেই হবে করিতে শ্রী বর্ধন।
শ্রীর বিকল্প ধ্বংস আর অসুন্দর ছাড়া কিছু নয়,
সুন্দর এর প্রতিষ্ঠাতার লাগি কেন পাব ভয়।
ভয় কে জয় করে এসো বন্ধু সবে,
তবেই মানুষের মনুষ্যত্ব চিরদিন বেঁচে রবে।


২৫ শেষ পৌষ, ১৪২৬,
ইং ১১/০১/২০২০,
শনিবার বেলা ১টা। ৮৮৬, ১৫/০১/২০২০।