জন্ম মৃত্যু জীবন দর্শনের এক অনন্য রূপ, কেউ জ্বালে প্রভাতে আলো, কেউ সন্ধ্যায় তুলসী তলায় ধুপ। জানি মোরা, বুঝি মোরা, তবু দিতে চাইনা ধরা, মানুষরূপী মোরা কারা? মতে মতে না মিললেই শত্রু বনে যায় এই কি সেই চির পরিচিত মানবতা হায়! কেউ যদি পথ হারায় এই জীবনের পথে, দয়া করে নিতে হবে তারে তুলে রথে। হিংসা দিয়ে ঘৃণা দিয়ে কভু সংশোধন না হয়, মিথ্যার বেসাতি করে যারা, পাই তাদের ভয়। সুন্দর প্রকৃতি আজ যেন যায় অন্ধকারে ভরে? চেতনার আলো নিয়ে কেন জ্ঞানীগুণী দাঁড়ায়ে রবে ঐ দূরে? মানুষ্য জীবন মোদের খুব দীর্ঘ নয়, তবে কেন হিংসা দ্বেষের করি এত ভয়। সুখ-দুঃখ জীবন-মৃত্যু এই যে প্রকৃতির খেলা, সময় আসিলে পরে সবাইকেই ভাষাতে হবে জীবনের ভেলা। তাই বলি দ্বন্দ্ব নয় ছন্দময় করে, মানব হিতে করো কাজ আপন হৃদয়কে ধরে। জাতিবিদ্বেষ, ধর্মবিদ্বেষ, বর্ণবিদ্বেষ, ঘুচে যাক সব, ধরায় উঠুক আবার সেই ধীস্থিত আনন্দের কলরব।


২৮ শে মাঘ, ১৪২৬,
ইং ১২/০২/২০২০,
বুধবার দুপুরে ১২:০৮। ৯২৮, ২৬/০২/২০২০।