গুরুর কথা বলব কি ভাই,
গুরু কিন্তু আমরা বানাই।


মাতা-পিতাই পরম গুরু,
জন্মের পরে যেথায় শুরু,
দুদিন পরে সব ভুলে যাই;
দশ মাস দশ দিন পরে,
যে মা আমায় জন্ম দিলে,
আমরা সেই মাকে ভাবি ধাই।


বাবার কাঁধে কাঁধে ঘুরলাম কত
মায়ের কাঁখে কোলে মনের মত
বড় করে বৃদ্ধাশ্রম পেল তাঁরা ঠাই;
এমন সন্তান আমরা হলাম,
পশুর দলে নাম লেখালাম,
আমরা কেমনে কোথায় শান্তি পাই।


শাস্তি মোদের হবেই হবে,
তেমন দিনটা আসবে যবে,
পার পাওয়ার রাস্তা মোদের নাই
চেতন গুরু ছেড়ে দিয়ে,
অচেতন কে জড়িয়ে নিয়ে
পার হওয়ার পথ কোথায় পাই?


১১ই পৌষ ১৪২৬,
ইং ২৮/১২/২০১৯,
শনিবার, সকাল ৮টা। ৮৭৩, ৩০/১২/২০১৯।