মাতাল বলে মাতালরে তুই
মাতাল কেন হলি?
মাতাল বলে মাতাল হলে
যাই সকলি ভুলি।


দুঃখ কষ্ট আর থাকেনা
পরম তৃপ্তি পাই;
তাইতো ভাবি তাইতো করি
মাতাল হয়ে যাই।


মাতাল হলে আপন মনে
আমি থাকি পড়ে;
নানান স্বপ্ন নানান ভাবে
আমিই যাই গড়ে।


গড়তে গড়তে আত্ম তৃপ্তি
যখন মনে আসে;
সুখ সাগরে আমার প্রাণ
যায় তখনই ভেসে।


কখন আমি ঘুমিয়ে পড়ি
আমিই জানিনা;
এমন সুখ আর কোথাও
কেউ পাবে না।


৪ঠা অগ্রহায়ণ,২৪২৯,
ইং ২১/১১/২০২২,
সোমবার সকাল ৯:০৮। ১৮৩৫, ২৩/১১/২০২২।