মাথায় ছাতা ভয় কি রাজা,
গরিবরা  সব পাবে সাজা।
ধন কুড়ানো হলে শেষ,
রাজা পড়বে আপন বেশ।


উলটপালট চড়াই শালিখ,
বলবে কে ছাতার মালিক?
যার হাতে ছাতা থাকে,
সেই তো মালিক সাজে।
মালিক মালকিন বেজায় খুশি,
সে তো আর খায় না ভুসি।
ভুসি খাবে গরুর দল
তারাই তো ওদের বল।


আজকে রাজা কালকে মালিক
ধনের পাহাড় গড়ছে শালিখ।
খুরে খুরে খাচ্ছে তাই
বলছে মোরা ভাই ভাই।


পরের ধনে পোদ্দারি আজ,
ঘুরিয়ে দেও ওদের রাজ।
চারিদিকে আজ উঠছে রব,
দেশের সম্পদ মানুষের সব।


ধন সব বিলিয়ে দাও,
এস মানুষ তোমরা নাও।
তোমরা মালিক তোমরা সব,
সাম্যবাদের এইতো রব।


২৪ শে কার্তিক, ১৪২৬,
ইং ১১/১১/২০১৯,
সোমবার, সকাল  ৯টা। ৮৩৪, ১৩/১১/২০১৯।