ধর্ম জাতের ঊর্ধ্বে জীবন,
             জানতে কি কেউ চায়?
ধর্ম জাতি কোথায় ছিল?
             শুধু বলতে পারে মায়।


কত কষ্ট করে জন্ম দিল,
                 সাথে মৃত্যু ভয় নিয়ে;
মায়ের কষ্ট বুঝলো না কেউ,
            ঐ জাতের বিভেদ দিয়ে।


মায়ের কি আর জাত আছে?
                 মায়ের জাতটাই এক;
মায়ের ধর্ম সন্তান পালন,
                 তোরা চক্ষু মেলে দেখ।


আমরা সেই মায়ের সন্তান,
              ঐ বিভেদ নিয়ে আছি;
সেই মাকে দূরে ঠেলে,
          বল-কেমনে আমরা বাঁচি?


১লা শ্রাবন, ১৪২৭,
ইং ১৭/০৭/২০২০,
শুক্রবার সকাল ১০:৩০। ১০৭৩,  ২০/০৭/২০২০।