মায়ের ভাষা ছাড়া,
শান্তি কোথা পাবে কারা?
তাই তো বলি -
মায়ের পাশে একটু দাঁড়া।


মায়ের ভাষায় এমন মধু,
ভাষা রূপি প্রাণের বধু,
         নয়নে নয়ন মেলায়;
এই মায়ের পরশ ছাড়া,
ধন্য হয় না জীবনধারা,
      বুঝি তাহা শেষ বেলায়।


তাই আকুল প্রাণে ডাকি,
মা মোরে দিও না ফাঁকি
           আমার দুঃখের দিনে;
ডাকি তারে বারে বারে
মা তুমি আসো ফিরে,
           বাঁচবনা তোমা বিনে।


আমার ঐ মৃত্যুতে তাই
তোমার শান্তির কোল চাই,
    শেষের অচেনা দিশাহীন পথে;
সুখের যাত্রা শুরু হউক,
সেই পরম অমৃত লোক,
      মায়ের কোল রূপী রথে।


১১ ই ফাল্গুন, ১৪২৬,
ইং ২৪/০২/২০২০,
সোমবার সকাল ৯টা। ৯৩৭, ০৬/০৩//২০২০।