মহাসমুদ্রের মাঝে এই ছোট্ট দ্বীপে,
নিয়ে ক্ষণিক অবসর, আবার চলার
শুরু, অনন্ত ওই দিগন্ত পারে কেমনে
যাব আমরা বলো? সেই কোন কালে
যাত্রা শুরু, পথের দিশা পায়নি আজও।
অজানার জানার নেশায় আমরা সবাই
ছুটে মরি, খুঁজতে খুঁজতে কোথায় গিয়ে
কোন অতলে ডুববে মোদের জীবন তরী।
তবু মোদের এই যে চলা চলতে চলতে
কথা বলা, হঠাৎ হয়তো যাবে থেমে বন্ধ
হবে সকল চলা। কত বন্ধু এলো গেলো
দুদিন মোদের সঙ্গ দিল তারপর একদিন,
হঠাৎ কোথায় মিলিয়ে গেল! কোথায় গেল
জানিনাতো, দেখা হলে বলতাম তারে,
কোথায় আছো কাহার ঘরে? হয়তো বুঝি
নয়তো দূরে, আসবে বুঝি আবার ঘুরে?
কেন গেলে একা একা তোমার বুঝি ভয়
করেনা? কেমনে থাকবে বন্ধু ছাড়া?
আমরা ভাবি তোমার যারা। এঁকে এঁকে
সবাই যাব দিনক্ষণটা জানি নাকো!
আমরা সবাই এসেছিলাম প্রভাতের
আলোর মত আবার মিলিয়ে যাব অস্ত
বেলায়- শিশির যত। এমনি করেই এই
জীবনধারা চলছে বয়ে হই যে হারা;
মনের মাঝে প্রশ্ন আসে এই জগতে
আমরা কারা? দীনের দীন ভাবতে
পারি, সময় এলেই দেব পাড়ি নিয়ে
আমার ভাঙ্গা তরী।


৩০ শে কার্তিক, ১৪২৭,
ইং ১৬/১১/২০২০,
সোমবার সকাল ৭টা। ১১৯৫, ১৯/১১/২০২০।