ছলছুতা আর মোহমায়া,
           এই হলো মিথ্যার রূপ;
অন্ধকারে ভয় পাওয়া,
           এ যে তাহারই স্বরূপ।


বিশ্বাস আর বাস্তব,
           যেন রাত আর দিন;
মিথ্যাকে সত্য ভেবে,
         হয়ে ওঠে একান্তই রঙিন।


রাতে ছায়া হয় কায়া,
         দিনে এসে কেটে যায় ভুল;
সত্য যে সত্যিই হয়,
         মিথ্যার থাকে না যে কূল।


মিথ্যার ছলাকলা,
সত্যকে সত্য বলা,
           বিশ্বাসে ভাঙ্গন ধরায়;
মেনে নিতে ভীষণ কষ্ট,
মিথ্যা বুঝি হয় রুষ্ট,
           সত্যকে প্রতিষ্ঠা করায়।


দীর্ঘদিনের সেই পুরানো অভ্যাস,
গীতা, বাইবেল কোরানে বিশ্বাস,
        ছাড়তে রক্ত হিম হয়ে আসে;
দেব-দেবীর কোপ ক্ষোভ,
আর ভেকধারীর অর্থ লোভ,  
       মিথ্যাকে সত্য বলে ভালবাসে।  


যে ছিল, সে চলে গেল,
   অল্পদিন কাছে ছিল,  
        মেনে নিতে বক্ষ ফেটে যায়;
        তবুও যে মেনে নিতে হয়।


তবে কেন সত্য ছেড়ে মিথ্যা ধরে,
পথে পথে ঘুরে ঘুরে, নিজেকে ভুলাও?


জীবনে-মিথ্যাই অবাস্তব আর সত্যই বাস্তব,
        দিনের আলোর মত;
ছায়া-কায়া মিলে মিশে আলোই দেবে দিশে,
       সত্যের খোঁজে হও রত।


১০ই আষাঢ, ১৪২৫,
ইং ২৫/০৬/২০১৮,
সোমবার, ভোর ৫.৩৫মিঃ।   ৫১১ তাং ২৫/০৬/১৮।