তুমি স্রষ্টা, তুমি দ্রষ্টা,
          তুমিই তো সব;
তোমার সৃষ্টি তোমায় নিয়ে,
            করে কলরব।


কোথায় আছে দেব-দেবীরা?
       কোথায় তাঁদের বাড়ি?
পাইনা খুঁজে কাউকে মোরা,
    তাই- তাঁদের সাথে আড়ি।


তুমি আছ রক্তে মিশে,
       তাই তোমারে ডাকি;
বিপদকালে জানি তুমি,
      দেবেনা মোদের ফাঁকি।


ফাকিজুকির ধরার খেলায়,
         মিথ্যা মোহ চলে;
সৃষ্টির স্রষ্টা সব সময়ই,
         সত্য কথা বলে।


তুমি দাতা, মোরা গ্রহীতা,
    ভাবনার বৈকল্যের কাছে;
ভালমন্দ সব কিছুই তো,
       তোমার কাছে আছে।


যাবার কালে সব সঁপে যাই,
       তোমার কাছেই মোরা;
জন্ম থেকে ঐ মৃত্যু বোধি,
        মিথ্যার পিছে ঘোরা।  


৫ই চৈত্র, ১৪২৪,
ইং ২০/০৩/২০১৮,
মঙ্গলবার, বিকেল ৩.৪০মিঃ  বি,কে ৪৩৬ ।