মিথ্যার চয়ন, মিথ্যার বয়ন,
           মিথ্যায় ঢাকা দেশ;
মিথ্যা দিয়ে সত্যকে মেরে,
           সত্য কি হবে শেষ?


কেউ যদি ভাবে দিনের আলোরে,
           রাখিব মেঘে ঢেকে;
মিথ্যার স্বর্গে বাস করে তাঁরা,
          বোঝে নাই প্রকৃতিকে।


যারে জোরকরে তুমি সত্য বলবে,
           কাল সে মিথ্যা হবে;
মিথ্যায় গড়া সেই অনুপম প্রাসাদ,
            ধূলায় মিশে যাবে।


মিথ্যার শিক্ষা, মিথ্যার দীক্ষা,
            মিথ্যার ছড়াছড়ি;
অসত্যের মাঝে অসৎ বাঁচে,
          তাই এতো হুড়াহুড়ি।


মিথ্যা যাহার মূলধন সাথী,
           মূল্যই তাঁহার নাই;
গায়ের জোরে বড় কথা বলে,
          শেষ হতে হবে তাই।


মিথ্যা রঙে রাঙ্গিয়ে ফুল,
             বক্ষে যারা ধরে;
ক্রমে ক্রমে সেই ফুল,
            ধরায় যাবে ঝরে।


মিথ্যা যবে উবে যাবে,
          শূন্য হবে চারিধার;
সবাই বলবে মিথ্যাবাদী,
     মৃত্যুজ্বালা দহিবে জীবনভর।


৭ই আশ্বিন, ১৪২৫,
ইং ২৪/০৯/২০১৮,
সোমবার, সকাল ৯.২০মিঃ। ৫৯৫ তাং ২৭/০৯/২০১৮।