জন্মের পরে মরবে সবাই,
তবে মোদের জন্ম কেন?
উদ্দেশ্য তো আছে কিছুই,
মনে ভাবনা আসে হেন।


জন্ম-মৃত্যুর মাঝের পথ,
শুধুই রাখে ধরে জীবন;
মনের স্বাধীনতা, প্রাণের স্বাধীনতা,
আনতে নাই তো বারণ।


শত শতাংশ দিতে হবে
সবার শান্তি সুখের জন্য;
গরিব দুঃখী কেউ রবে না,
মোদের সমাজ হবে ধন্য।


আদি অন্ত সমান হলে,
মাঝের পথে, প্রশ্ন উঠে কেন?
এমন আচার মানবো না আর,
এবার প্রাণের লড়াই হয় যেন।


হেথায় একশ্রেণী দুঃখ পাবে
আর এক শ্রেণী লুটে খাবে,
        এ কেমনে জীবন মানে?
ডাকছি জীবন আয়রে সবাই,
লড়াই করে আমরা দেখাই,
          আসি নাই ভেসে বানে।


যখন সমান সমান জন্ম মৃত্যু
সবার ভাগ্যে আছে;
লড়াই করে নাও না কেড়ে,
যাতে জীবন বাঁচে।


৫ই আষাঢ়,১৪২৭,
ইং  ২০/০৬/২০২০,
শনিবার রাত ৮:০৮। ১০৪৩, ২১/০৬/২০২০।