মহান বিবেকানন্দ আনন্দে ছিল
বিবেক বুদ্ধি নিয়ে;
সেই দর্শন থেকে পাই নাই কিছু
মোদের চেতনা দিয়ে।


জ্বলন্ত প্রমাণ এই বর্তমান
কি লাভ তাঁহারে টেনে?
তাঁহার উপদেশ, তাঁহার বাণী,
শুধু ব্যবহার করে বেনে।


অতীতের সব ভালো উদ্ধৃতি
দেখতেই লাগে ভালো;
সেই উপদেশ পড়ে অন্ধকারে,
জ্বালেনি আজও আলো।


দুঃখের চেতনা মর্মের বানী
শুনেও কি আমরা শুনি?
স্বার্থের কাছে সবই পরাভূত
আছে যত জ্ঞানীগুণী।


২৭শে পৌষ,  ১৪২৮,
ইং ১২/০১/২০২২,
বুধবার বেলা ১১:১৫। ১৫৬৮, ২২/০১/২০২২।