ধর্মের বর্ণের বিভেদ টানি,
আপন করেছে দূর;
মায়ের ভাষায় নিত্য উঠেছে
স্বকরুণ কত সুর।


মায়ের ভাষায় আত্মিক টান,
দেখেছে একুশে ফেব্রুয়ারি;
কখনো আমরা তাহা কি,
ভুলিয়া থাকিতে পারি?


ধর্ম চাইনা, বর্ণ চাইনা,
হতে চাই মানবজ্ঞাতি;
জগৎ জুড়িয়া উঠুক ফুড়িয়া,
অনুপম সেই জাতি।


সুখ দুঃখে পাশে থাকিব
পরম আত্মীয়ের মত;
হাসি-কান্না ভাগ করে নেব,
আমরা মানুষ যত।


মোদের ধর্ম হউক মাতৃভাষা,
মানবজাতির হোক তাই আশা।
মানবতা আর মনুষ্য বোধ,
অমানুষদের করবে রোধ।
এই ভাবনা ছড়াক জগৎজুড়ে,
মানুষ দাঁড়াক আবার ঘুরে।


৮ই ফাল্গুন,১৪২৬,
ইং ২১/০২/২০২০,
শুক্রবার দুপুর ১২টা। ৯২৩, ২২/০২/২০২০।