আপন করে নিজেরে জানা
ভীষণ কঠিন কাজ;
মহাবিশ্ব আর এই জীবন
অনন্য তার সাজ।


এই মহাবিশ্ব যেমন অনন্ত
নাই সীমানা তার;
জীবন তেমনি গভীর তর,
থই পাই না আর।


কোথায় সৃষ্টি কেমনে সৃষ্টি
জীবনটা যে হলো;
ভাবনার গুহায় আঁধার নামে,
কেমনে খুঁজবো বল?


রহস্যময় যেমন ঐ মহাবিশ্ব,
তেমনি এই জীবন;
নিজের কাছে থেকেও সে,
হয়নি আজও আপন।


আপন আপন বলে সবাই
আপন তো সে নয়;
অজানা তার চলার পথ,
তাইতো পাই ভয়।


আলো-আঁধারে খেলা চলে
কুল কিনারা নাই;
কুলের খোঁজে হাতরে মরি,
কেমনে তারে পাই?


জীবনের পর জীবন এলো,
রহস্যই থেকে গেল;
কোথায় শুরু কোথায় শেষ
মরুমায়া তাইতো বলো!


হায়রে জীবন! হায়রে বিশ্ব!
আমরা সবাই নিঃস্ব;
চেয়ে থাকি আকাশ পানে,
দেখি অপার দৃশ্য।


১৯ শে চৈত্র,১৪২৭,
ইং ০২/০৪/২০২১,
শুক্রবার সকাল ৯:১৩। ১২৭৬, ০৩/০৪/২০২১।