মানুষ হারাতে চায় মানুষ্যত্ব বোধ,
অন্যায় বেড়ে ওঠে কে করিবে রোধ?
আগাছাড়া বেড়ে ওঠে অতি তাড়াতাড়ি,
সুফলা গাছেরা মানুষের সাথে দেয় আড়ি।


চেতনার অভাবেই সদা জঞ্জাল ছড়ায়,
চারিদিকে দুঃখ কষ্ট শুধু বেড়ে যায়।
দুঃখেই জীবন শুরু দুঃখেই শেষ,
সুখের বারতা শুধু রেখে যায় রেশ।


চেতনাহীন মানুষেরাই দুঃখ আনে বয়ে,
দুঃখের মাঝে সুখের বার্তা পাবে রয়ে সয়ে।
বটগাছ ছায়া দেয় শ্রান্ত পথিকেরে,
মাতা পিতা ভালোবাসে প্রিয় সন্তানেরে।


সবই তো দেওয়া নেওয়া ভালোর তরে,
মানুষের মনুষ্যত্ব আসে চেতনার বরে।
মানুষ, মন প্রাণ সপে দিক সত্য ও সুন্দরের,
প্রভাতের রূপ রস তবেই পাবে সেই অস্তাচলে।


অস্ত রবি রেখে যাবে, প্রভাতের দিশা,
আলোতে আলোকময় হবে আঁধারের নিশা।
দুঃখের দিন গুলো প্রাণের সুখ দেব এনে,
প্রকৃতি, মনুষ্যত্ব, মানবতা নয় বন্ধু বেনে।


দিন যায় প্রাণ যায় নদীর স্রোতের প্রায়,
চেতন চিত্তে চেতনা তেমনি যে ধায়।
আকাশ কুসুম কল্পনায় ঘুরে যদি বেড়ায়,
দুঃখই ফিরে আসে বারে বারে সুখের তাড়নায়।


অনেক পথ যেতে হবে সময় তো নাই,
পার্থিব সুখ ভোগে, বড় ভয় পাই।
একই সাথে একই পথে আছি মোরা কবি,
তাই বুঝি দেখি মোরা মন ও মননের ছবি।


২৪ শে শ্রাবণ, ১৪২৬,
ইং ১০/০৮/২০১৯,
শনিবার সকাল ৮টা। ৭৫২, তাং ১১/০৮/২০১৯।