অতীতের সেই মনের কথা উঠল ভেসে আজি,
মন যেতে চায় ফিরে হোথায় সবাই মোরা রাজি।
যদি ফিরে পাই হারানো দিন, সেই অজানার খোঁজ,
আনন্দেরই ধারা বইবে মোদের মনে প্রাণে রোজ।
যৌবনেরই প্রথম বেলায় যাহা পেয়েছি আমি,
আজ যেন সব আঁধার আলো- দেখান  অন্তর্যামী।
আনন্দের সেই দিনগুলো ভাই কোথায় চলে গেল,
সব কিছু দেওয়ার পরে আবার কেড়ে নিল।
জন্ম-মৃত্যু, দেওয়া নেওয়া, সবই যেন একই খেলা,
খেলতে খেলতে কাটাই বেলা এ যে পরম অবহেলা।


হেলায় হেলায় ভাসাই ভেলা, কেটে যাবে খেলার বেলা,
               কুল হারা সেই কুলের কথা ভাবি;
হারিয়ে যাওয়া ফিরবেনা আর কে নেবে হারানোর ভার?
            আজ শেষ বেলাতে উঠছে তাহার দাবি।


দিনের বেলায় ভাবি নাই কিছু, আধার রাতে মাথা নিচু,
             অবাক হয়ে দেখি সবই শক্তির খেলা;
পরম শক্তিহীনে শক্তি দানি, সেই কথাটা আজকে মানি,
             ভাবি এ কোন প্রাণের মিলন মেলা?


ভাবার সময় চলে গেল, শক্তি সবই নিঃশেষ হলো,
            এখন কেন এমন ভাবনা এলো মনে?
শৈশব কৈশোর যৌবন গেল, বৃদ্ধ বয়সে এমন হলো,
                   এমন সময় সবাই যায় যে বনে।


৪ঠা বৈশাখ,১৪২৬,
ইং  ১৮/০৪/২০১৯,
বৃহস্পতিবার, বেলা ১টা। ৬৯৪ তাং ০৯/০৫/২০১৯। ২৫শে বৈশাখ ১৪২৬।