ভোরের পাখি সন্ধ্যাবেলায়
       আসবে গাইতে গান;
কি গান গাইবে বিকালবেলা?
       কি তার সুরতান?


প্রভাত বেলায় রঙিন আলো,
      মুগ্ধ করে প্রাণ;
তাই সুরের ধ্বনি বাজে কন্ঠে,
      আলোয় ভরা তান।


ওই অস্ত বেলায় সূর্য ডোবে,
     আঁধার আসে নেমে;
ঘুমের চোখে পাখিরা সব,
      ক্রমেই যায় থেমে।


জীবন, কালের, প্রেক্ষাপটে,
     মনের চাওয়া পাওয়া;
মনটা ধরে আবেগ আসে,
     তাইতো গান গাওয়া।


২৯ শে আষাঢ়, ১৪২৭,
ইং  ১৪/০৭/২০২০,
মঙ্গলবার, বিকেল ৫:৩১। ১০৬৮, ১৫/০৭/২০২০।