ধরার পরে আমরা বসে,  
       চারিদিকে ঘন অন্ধকার
হিংসাদ্বেষে ভরে গেছে,
       আমাদের জগৎ সংসার।


আপন হেথায় পর হয়ে যায়,
            পর হয়ে যায় দূর;
তবে কোথায় পাবে ভালবাসা?
             এ যে অথৈ সমুদ্দুর।


মনের কথা, প্রাণের কথা,
              এক হয়ে যাক সব;
আত্মায় আত্মায় মিলন ঘটুক,
            জাগুক আনন্দ কলরব।


আশায় আশায় স্বপ্ন দেখি,
            দেখি স্বপ্ন সেই দিনের;
দিনের আলো পথ দেখাবে,
            সুর ঝরবে ঐ বীণের।  


১৮ই অগ্রহায়ণ, ১৪২৪,
ইং ০৫/১২/২০১৭,
মঙ্গলবার, সকাল ১০টা। বি,কে ৩৩৬।