অন্তর্জলী যাত্রা শুরু
দেখি সবার মনে মনে;
মন অর্ধেক বাহির-পানে,
অর্ধেক তারে ঘরে টানে।


কেউ নয় আপন হেথা,
জগৎ ঘুরি শুধুই ভ্রমে;
মরলে পরে গোবর ছটা
তোমার প্রিয়া দেবে ঘরে।


একা একা যেতে হবে,
কেউ সাথে যাবে না যে;
কেন তুমি কষ্ট পাবে,
চোখের জলে তাই ভেবে?


সকল মোহ যাবে কেটে,
পৌঁছালে ওই নদীর ঘাটে;
পশ্চাৎ পানে তাকিয়ে দেখো,
মিথ্যা হল সকল বটে।


পাওয়ার আশায় ছুটেছি কত,
ওই দস্যু রত্নাকরের মত;
ন্যায়-অন্যায় ভাবি নাই কিছু
এনেছি সব পেয়েছি যত।


ভাবো এবার নিজের কথা,
কেন আসা কেন যাওয়া;
আর কেন এই মোহমায়া?
বইছে মনে ঈশানি হাওয়া।


উঠলে ঝড়ে ভেঙে যাবে,
জানিনাতো দিনটা কবে?
কে আমারে নিয়ে যাবে?
ভালোবেসে হাতটা ধরে।


সেই আশাতে বসে থাকা,
নদীর কূলে তাইতো একা;
মনের জ্বালা প্রাণে জ্বালা,
সবাই মোরে দিল ধোকা।


১৪ই ফাগুন, ১৪২৭,
ইং ২৭/০২/২০২১,
শনিবার বেলা ৩:৩০। ১২৫১, ০৯/০৩/২০২১।