মনের সাথী প্রানের সাথী বঙ্গবন্ধু,
জাতির কাছে, বিশ্বের কাছে ছিল যেন অথৈ সিন্ধু।
যার  ভাবনা ভাসিয়ে দিল পদ্মার পার,
বিশ্বজুড়ে বাঙালিরা, প্রানের বন্ধু ছিলই তাঁর।


আমরা পেয়েছি তাঁরে, আপন করে প্রাণের কাছে
উদ্বেলিত হৃদয় তাঁহার, মায়ের সেবায়;
জানতে পারি আপন করে হৃদয় ভরে,
এ আমাদের মুক্তির লড়াই, স্বাধীনতার লড়াই
সাতই মার্চের ঘোষণার পরে।


সর্বহারা বীরের ধারা বইছে যারা এমনি করে,
মায়ের জন্য রক্ত দিতে জীবন দিতে
সদাই প্রস্তুত থাকছে ওরে।


আমরাও তো ছিলাম সাথে মুষ্টিবদ্ধ হাতে হাতে,
মায়ের শৃংখল ভাঙবো বলে;
পারি নাই থাকতে দূরে বজ্রকন্ঠে আওয়াজ শুনে,
যোগ দিয়েছি মুক্তিযুদ্ধে দলে দলে।


সেই কঠিন স্বাধীনতার লড়াই শেষে,
পেলাম মোরা স্বাধীন বাংলাদেশ।
সবুজের মাঝে লাল সূর্য হাতে নিয়ে,
উনিশশো পচাত্তরের পনেরোই আগস্ট,
দেশি-বিদেশি শত্রুর ষড়যন্ত্রে,
জাতির পিতা বঙ্গবন্ধু জন্মভূমির ঋণ শোধিল,
সপরিবারে রক্ত দিয়ে।


পারি নাই আমরা তারে রাখতে ধরে আপন করে,
যার প্রয়োজন ছিল বেশি বিশৃংখল এই বাংলাদেশে;
ধর্মনিরপেক্ষ, সাম্যবাদ, ছিল যাহার প্রাণের মন্ত্রে,
প্রাণপ্রিয় মায়ের সন্তানকে কেড়ে নিলো অবশেষে।


আমরা যারা রইলাম পড়ে এই জগতে,
কঠিন হলেও দায় মোদের নিতে হবে;
জাতির পিতার প্রাণের মন্ত্র সেই স্বপ্ন,
বাস্তবে রূপ আমরা দিতে পারব কবে?


স্মরণ শ্রদ্ধায় অশ্রু ঝরে বিশ্বজুড়ে,
সংগ্রামী এই বাঙালি জাতির;
বাঙালি জাতির পিতা, প্রাণের মিতা,
আত্মত্যাগে পরম জ্ঞাতির।


৪ঠা চৈত্র ১৪২৬,
ইং ১৮/০৩/২০২০,
বুধবার সকাল ১১টা। ৯৫০, ১৯/০৩/২০২০।